
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জের ওপর হামলা চালিয়েছেন প্রতিপক্ষের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পিটিআই সড়কে হাফিজের খালার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ তাঁকে উদ্ধার করার সময়ও বেধড়ক মারধর করা হয়। আহত হাফিজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতাকর্মীরা জানান, কুষ্টিয়া সদর উপজেলা, শহর ও সরকারি কলেজ, পলিটেকনিক কলেজসহ বেশ কয়েকটি কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি অনিক ও সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ গ্রুপের মধ্যে ঝামেলা চলছে। এর আগেও দুই গ্রুপের মধ্যে হামলা-মামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার খেয়ে খালার বাসায় গল্প করছিলেন হাফিজ। ওই সময় শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসিব কোরাইশি, জেলা ছাত্রলীগের সহসভাপতি অন্তর, ছাত্রলীগ নেতা অভি, সজলসহ ৪০-৫০ জন নেতাকর্মী ওই বাসায় গিয়ে হাফিজকে খুঁজতে থাকেন। ভয়ে হাফিজ বাসার টয়লেটের ফলস ছাদে আশ্রয় নেন। প্রতিপক্ষের নেতাকর্মীরা সেখানে উঠে টেনে নামিয়ে তাঁকে পেটাতে পেটাতে সামনের সড়কে নিয়ে যান।
আহত হাফিজ বলেন, ‘কমিটি গঠন নিয়ে মূলত বিরোধ তৈরি হয়েছে। আমি জামায়াত-ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এটা কি আমার দোষ?’
জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জানি না।
Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin