
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদ। যার প্রতি ভক্তদের ভালোবাসা ক্রমেই বেড়ে চলেছে। ভালোবাসার পেছনের কারণটাও হয়তো কারো অজানা নয়। কখনো দুস্থ পড়ুয়াদের পাশে, কখনো রোগীর সেবায় নাম উঠে আসে অভিনেতা সোনু সুদের। সিনেমার পাশাপাশি তিন বছর ধরে জনসেবাকেই ব্রত হিসেবে নিয়েছেন সোনু।
এবার সোনু সুদ তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গুপ্তার প্রতি। প্রিয়াঙ্কা গুপ্তাকে তার নামের থেকে অন্য আরেকটি নামে বেশি চেনে, আর সেই নাম হলো ‘গ্র্যাজুয়েট চায়েওয়ালি’। তিনি ভারতের বিহারের পাটনা অঞ্চলে একটি চায়ের দোকান চালাতেন। এই চায়ের দোকান খোলার কিছু মাস পর পাটনা মিউনিসিপ্যাল করপোরেশন তার এই দোকান বন্ধ করে নেয়। তিনি নাকি জায়গা দখল করে দোকানটি নির্মাণ করেছিলেন।
এরপরই প্রিয়াঙ্কা গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় সবার থেকে সাহায্য চেয়ে একটি ভিডিও পোস্ট করেন। তার কথা অনুযায়ী, পাটনায় বহু অবৈধ দোকান চলে, কিন্তু যেহেতু তিনি একজন মেয়ে হয়ে এই ব্যবসা করতেন, সেহেতু তার দোকানটাকেই টার্গেট করা হয়েছে। ভিডিও প্রকাশের পর সেটি ভাইরাল হয়ে যায়।
প্রিয়াঙ্কার সাহায্যের ডাকে সাড়া দেন ত্রাতা সোনু। যাবতীয় আইনি সমস্যার মিটমাট করেন তিনি। এরপর সোনু সুদ টুইট করে তাতে লেখেন: ‘প্রিয়াঙ্কার চায়ের দোকানের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন আর কেউ তাকে সরে যেতে বলবে না। আমি নিজে খুব জলদি বিহার আসব আর তার বানানো চা খাব।’ সোনুর পোস্টে আপ্লুত অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। শুভেচ্ছা জানালেন প্রিয়ঙ্কাকে।
ইকোনোমিকসে গ্র্যাজুয়েশন শেষ করেছেন প্রিয়াঙ্কা। গ্র্যাজুয়েশন করার পর দু-বছর চেষ্টা করেও তিনি কোনো চাকরি পাচ্ছিলেন না।। পরবর্তী সময়ে পাটনা উইমেন’স কলেজের কাছে চলতি বছরের শুরুর দিকেই তিনি এ দোকান খোলেন।
Posted ৩:০১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin