
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাওয়া দেওয়ার সময় পাওয়ার টিলারের চাকা ফেটে আব্দুর রহিম (১৪) নামে ওয়েল্ডিং ওয়ার্কশপের এক শিশুশ্রমিক নিহত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার রঘুনাথপুর বাজারে ইসলাম ওয়েল্ডিং নামে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম একই উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের ফকর আলির ছেলে। সে ওই ওয়ার্কশপে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুর রহিম একটি পাওয়ার টিলারে হাওয়া দিচ্ছিল। এ সময় চাকা ফেটে মাথায় আঘাত পায় সে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin