
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল মিথ্যাচার করছেন। তাঁর মুখে মধু, অন্তরে বিষ। নিজেদের টাকায় পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল হয়েছে। এটা ফখরুলদের সহ্য হয় না। মিথ্যাচার বন্ধে কোনো আইন থাকলে বিএনপির রাজনীতি বন্ধ হয়ে যেত।
গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা জঙ্গিবাদের কথা বলছে। কিন্তু বিএনপির আমলেই জঙ্গিবাদের সৃষ্টি, তারাই মদদ দিচ্ছে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই তাদের আমলেই সৃষ্টি। জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। ’
ওবায়দুল কাদের বলেন, ‘হাওয়া ভবন থেকে জঙ্গিবাদকে ইন্ধন দেওয়া হতো। আর আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গি দমনে লড়াই করছি। আদালত থেকে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন, তদন্তে বের হয়ে আসবে।
Posted ৩:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin