
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জামালপুরের ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়া এলাকায় ট্রাকচাপায় আশিকুর রহমান নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বুধবার বিকেলে ইসলামপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর পৌর শহরের ব্যাপারীপাড়া গ্রামের বেঙ্গু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আশিকুর। এ সময় তাকে চাপা দেয় বেগুনবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাকচালক ও হেলপারকে ধরে পুলিশে দিয়ে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, মাদক মামলায় কারাগারে রয়েছেন আশিকুরের বাবা বেঙ্গু মিয়া। বাবার জামিন নিতে জেলা আদালতে যান শিশুটির মা আখিরা বেগম।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১:১১ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin