শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ বন্যার কবলে আলবেনিয়া-কসোভো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ভয়াবহ বন্যার কবলে আলবেনিয়া-কসোভো

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। পানিতে তলিয়ে গ্রামের পর গ্রাম। ডুবে গেছে হেক্টরের পর হেক্টর আবাদি জমি। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ কসোভোতেও।

পানিতে ভাসছে গ্রাম। রাস্তাঘাট, ঘরবাড়ি, গির্জা কোনো কিছুই বাদ নেই। এমনই দৃশ্য আলবেনিয়ার। ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাস্তাঘাট ডুবে যাওয়ায় আলবেনিয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ডুবেছে হেক্টরের পর হেক্টর কৃষিজমি। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় দুর্বিষহ দিন পার করছেন বাসিন্দারা। তাদের অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

একই অবস্থা পার্শ্ববর্তী দেশ কসোভোতেও। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে কসোভোর বিভিন্ন শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও আবাদি জমি। কোথাও কোথাও দেখা দিয়েছে খাবার পানির সংকট।

ভূমিধসের পাশাপাশি বন্যা পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।

এদিকে নজিরবিহীন বন্যার কবলে পড়া পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এখনও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। আন্তর্জাতিক সংস্থাগুলোর কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। তাই বন্যায় গৃহহীনদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য অস্থায়ী ক্লিনিক ও ঘর তৈরিতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]