বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট

হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রাশিদুল তালুকদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- উপজেলার কাশিমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দুলাল মিয়া ও তার ছেলে তানভীর আহমেদ। নিহত হাবলু মিয়া ও দুলাল মিয়া সম্পর্কে চাচাতো ভাই।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার জানান, জমি নিয়ে চাচা ফয়জুর রহমানের জমির সীমানা নিয়ে দুলালের বিরোধ ছিল। এ নিয়ে ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকেলে চাচার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়জুরকে পিটিয়ে আহত করেন দুলাল ও তানভীর। বাধা দিতে গেলে ফয়জুরের ছেলে হাবলুকে কুপিয়ে আহত করেন তারা। পরে হাবলুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন আশপাশের লোকজন। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় পরদিন ছয়জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করেন নিহতের বাবা ফয়জুর। তদন্তের পর দুলাল ও তানভীরকে গ্রেফতার করে পুলিশ। তবে জামিন নিয়ে বিদেশে পালিয়ে যান তানভীর।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]