
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ফুটবল উন্মদনায় কাঁপছে দেশ। নানা জায়গায়ই বিভিন্ন দলের সমর্থরা মিছিল-সমাবেশ-শোভাযাত্রা করছেন। এবার কুড়িগ্রামে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা।
শোভাযাত্রায় সমর্থকরা ব্রাজিল দলের হলুদ ও নীল জার্সি পরে অংশ নেন। বিভিন্ন বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।
ব্রাজিল সমর্থক মারুফ হোসেন বলেন, সবার মধ্যেই বিশ্বকাপ উন্মাদনা কাজ করছে। আর এই উন্মাদনা কাজে লাগিয়ে আমরা তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে চাই। এজন্য এমন আয়োজন করেছি।
আয়োজকদের একজন আল-আমিন বলেন, ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসে শোভাযাত্রার আয়োজন করেছি। ব্রাজিলকে ভালোবেসে সবাই এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমাদের আশা ব্রাজিল এবার বিশ্বকাপ জয় করবে।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin