
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে আদনান সামী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউপির সূর্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আদনান সামী সূর্যকান্দি গ্রামের শামীম মিয়ার ছেলে।
জানা যায়, শামীম মিয়ার দুই ছেলের মধ্যে আদনান ছোট। বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে আদনানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন সিকদার বলেন, শিশুর অভিভাবক বা এলাকার কেউই বিষয়টি আমাকে জানায়নি। তবে অন্য লোক মারফত জানতে পেরেছি।
Posted ৪:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin