
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপে আজ রয়েছে চারটি ম্যাচ। এই চার ম্যাচের মধ্যে রয়েছে নকআউট পর্ব নিশ্চিতের ম্যাচও। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সামনে গ্রুপ পর্ব উতরানোর সুযোগ। বাকি দলগুলোর সামনেও নিজেদের জায়গা পাকাপোক্ত করে নকআউটের দিকে একধাপ এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ।
দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় এশিয়ার অন্যতম পরাশক্তি ইরানের বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ বেলের ওয়েলস। সন্ধ্যা ৭টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে আফ্রিকান দল সেনেগাল। রাত ১০টায় নেদারল্যান্ডস-ইকুয়েডর ও দিবাগত রাত ১টায় হ্যারি কেইনদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
এখন দেখা যাক নকআউটের সমীকরণ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ডাচ ও ইকুয়েডরের পয়েন্ট সমান ৩। ফলে রাতের ম্যাচে যে দল জয়ী হবে, তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে। কাতার ও সেনেগালের পয়েন্ট শূন্য। তাই নকআউট পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে আজকের ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত করবে হ্যারি কেইনের ইংল্যান্ড। নকআউট পর্বে যাওয়ার জন্য গ্রুপের অন্য তিন দলেরই জয়ের বিকল্প নেই। কারণ, এক ড্র নিয়ে ওয়েসল ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান ১ এবং ইরানের পয়েন্ট শূন্য। জিতলেই তাই নকআউট।
এবার আরেকবার চোখ বুলিয়ে নেওয়ায় যাক, কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে।
কাতার বিশ্বকাপ-২০২২
ওয়েলস-ইরান
সরাসরি, বিকেল ৪টা;
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
কাতার-সেনেগাল
সরাসরি, সন্ধ্যা ৭টা;
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
নেদারল্যান্ডস-ইকুয়েডর
সরাসরি, রাত ১০টা;
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
সরাসরি, রাত ১টা;
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin