
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনার শেষ নেই। এই দলে যোগ দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাও। বাদ নেই বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসানও। বিশ্বকাপের রংয়ে নিজেকে রাঙাতে কাতার যাচ্ছেন সাকিব। উদ্দেশ্য, গ্যালারিতে বসে মেসির খেলা দেখবেন।
কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশের সাবেক ও বর্তমান অনেকেই ছুটছেন। ইতিমধ্যে শুক্রবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রিয় দল ব্রাজিলের খেলা সরাসরি কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ব্রাজিলের ভক্ত হলেও সাকিব ঠিক উল্টো। তিনি সমর্থন করেন আর্জেন্টিনা। তার প্রিয় ফুটবলারও মেসি। প্রিয় দল ও ফুটবলারের খেলা দেখতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও যাচ্ছেন কাতারে। তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির খেলা দেখতে সেখানে যাবেন।
বর্তমানে সাকিব আবুধাবি টি-১০ লিগে খেলছেন। আর্জেন্টিনার খেলা দেখতে তিনি আমিরাত থেকে যাবেন কাতারে। শনিবার (২৬ নভেম্বর) রাতে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ তিনি গ্যালারিতে বসেই দেখবেন।
সাকিবের মেসি প্রীতি নতুন নয়। এর আগেও ‘চাঁদে যাওয়ার সুযোগ হলে কার সঙ্গে যেতে চান?’ এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছিলেন, তিনি মেসির সঙ্গে চাঁদে যেতে চান।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin