
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জাতির জনকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্যসহ উপস্থিত সবাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনকের পরিবারের সবার রুহের শান্তি কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন৷
এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ শেখ পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয়৷ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দোয়া করা হয়।
Posted ৭:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin