
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর আবু বকর সিদ্দিক নামে ৫ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের কাছ থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। মৃত আবু বকর ওই এলাকার হাসান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে এলাকার এক বাড়ির টিউবওয়েলের কাছে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেহ উদ্ধার করে স্থানীয়রা। এ সময় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তের দাগ পাওয়ায় সন্দেহজনক তাকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
Posted ২:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin