
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে সন্তান প্রসব করেছেন এক নারী। এ বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন সেখানকার কর্মরত সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, একজন নারী মসজিদে নববীর আঙ্গিনায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ঐ নারীর পানি ভেঙ্গ যায় এবং শিশুটির মাথা বেরিয়ে আসে।
ডা. আল-জাহরানি বলেন, আল-হারাম প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে সংযুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল ঐ নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছিল।
তিনি আরো জানান, সেখানে উপস্থিত একজন চিকিৎসক সহায়তা করেন। এরপর মা ও শিশুকে আরো পরীক্ষা-নিরীক্ষা করতে ‘বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে’ স্থানান্তর করা হয়।
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin