
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি করেন সদর মডেল থানার এসআই মো. আনিছুজ্জামান। এতে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৪০ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আবদুল আজিজ মিশু, পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভি, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, ছাত্রদল নেতা বায়েজীদ ভূঁইয়া, কাউছার আহমেদ ও রানা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমনে আতঙ্ক ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল অভিযুক্তরা। এ সময় তাদের কোনো কর্মসূচি থাকলে সেখানে যাওয়ার জন্য বলে পুলিশ। বাজারে মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও তাদের অনুরোধ করা হয়। এতে ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে মামলার বাদী আনিছুজ্জামান, কনস্টেবল শফিক উল্যা ও জিসান আহমেদ আহত হন। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
Posted ৩:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin