বুধবার ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৫ হাজার ইয়াবাসহ ধরা কৃষি কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট

৫ হাজার ইয়াবাসহ ধরা কৃষি কর্মকর্তা 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার ইয়াবাসহ কৃষি কর্মকর্তা, তার স্বামী ও গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউপির দক্ষিণ পাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন (থাড়িবাড়ি) এলাকায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা উপকৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তার স্বামী দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন সেলিম ও প্রাইভেটকার চালক একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, আড়াইহাজার উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার আকলিমা আক্তার ও তার স্বামী ইয়াবার ব্যবসায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাদের ওপর পুলিশের গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আমাদের কাছে সংবাদ ছিল একটি প্রাইভেটকারে ঢাকা থেকে আড়াইহাজারে ৫ হাজার ইয়াবা নিয়ে আসা হচ্ছে। ঐ খবরের ভিত্তিতে দক্ষিণপাড়া এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। কৃষি কর্মকর্তা ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার তাদের কোর্টে পাঠানো হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]