মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের জলপাইগুড়িতে ছুরি হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ভারতের জলপাইগুড়িতে ছুরি হামলা, আহত ৮

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আজ শনিবার স্থানীয় সময় সকালে ছুরি হামলা হয়েছে। এক যুবকের এলোপাতাড়ি ছুরির আঘাতে আহত হয়েছেন অন্তত আটজন।

জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

 

হামলার পর আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত তহিজুল ইসলাম ঠিক কী কারণে আজ সকালে আচমকা ছুরি নিয়ে হামলা চালালেন, তা নিয়ে বিস্মিত তার পরিবার।

আহতদের দাবি, ছুরি নিয়ে হামলা চালানো তহিজুল মানসিক ভারসাম্যহীন। আজ সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে ওই যুবক সামনে থাকা প্রত্যেককে ছুরি নিয়ে হামলা চালাতে শুরু করেন। প্রথমে তিনি মর্জিনা খাতুন নামে এক নারীর ওপর হামলা চালান। মর্জিনা অভিযুক্ত তহিজুলেরই আত্মীয়।

 

মর্জিনার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধারে ছুটে এলে অন্যদের ওপরও হামলা চালান অভিযুক্ত। এরপর আরো কিছু মানুষ ছুটে এসে অভিযুক্ত ওই যুবকের হাত থেকে ছুরি কেড়ে নেয়। এরপর তাকে ধরে গণপিটুনিও দেয় উত্তেজিত জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চারজন হলেন নূর হোসেন, ফরিদুল ইসলাম, মর্জিনা খাতুন এবং রাফিনা খাতুন। ওই চারজনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]