
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লা বুড়িচং উপজেলার নামতলা পূর্বপাড়ায় ধান ক্ষেত থেকে সাদেকুর রহমান নামে এক হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বাড়ির পাশে ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাদেকুর রহমান পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উর রহমান।
তিনি বলেন, সাদেকুর নামতলা গ্রামে আবুল বাশার নামে একজনের বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল দোকানে পার্ট টাইম চাকরি করতেন। শনিবার রাতে ফুটবল খেলা দেখছিলেন তিনি। পরে সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে সিআইডির টিম আছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টে এলে মৃত্যু রহস্য জানা যাবে।
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin