
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপ যেন অঘটনের বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই চমকের রেশ কাটতে না কাটতেই জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আরেক চমক উপহার দিল জাপান। জার্মানির কাছে তাই নিজেদের দ্বিতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশ সময় আজ রোববার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই চারবারের চ্যাম্পিয়নদের।
টমাস মুলারদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছে অনেকটাই আজকের ম্যাচের উপরে। কারণ চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ সুবিধাজনক অবস্থানে আছে স্পেন। তাতে তাদের শেষ ষোলো একপ্রকার নিশ্চিত।
মুখোমুখি লড়াইয়ের দিকে নজর দিলে দেখা যায়, দুই বছর আগে উয়েফা নেশন্স কাপে জার্মানিকে ৬-০ হারিয়েছিল লুইস এনরিকের স্পেন। ২০১০ সালের বিশ্বকাপেও স্পেন জিতেছিল ১-০ ব্যবধানে। এই ম্যাচে তাই জার্মানিকে কঠিন পরীক্ষাই দিতে হবে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin