শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীনে টানা চারদিন রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট

চীনে টানা চারদিন রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ফের হু হু করে বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। দেশটিতে টানা চারদিন রেকর্ড সংখ্যক মানুষ এ ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এদিন নতুন ৩৯ হাজার ৭৯১ জন করোনায় শনাক্ত হন। এরমধ্যে উপসর্গ রয়েছে ৩ হাজার ৭০৯ জনের। উপসর্গ নেই ৩৬ হাজার ৮২ জনের। এদিন মারা গেছেন মাত্র একজন। এতে চীনে করোনায় শনাক্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২২৩ জনে।

এর আগের দিন শনিবার (২৬ নভেম্বর) ৩৫ হাজার ১৮৩ জন করোনা রোগী শনাক্ত হয় চীনে। অন্যদিকে শুক্রবার (২৫ নভেম্বর) দেশটিতে করোনায় শনাক্ত হন হন ৩৯ হাজার ৫০৬ জন। তবে এদিন কেউ মারা যাননি।

২৬ নভেম্বর পর্যন্ত চীনে উপসর্গসহ করোনায় শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৭ হাজার ৮০২ জন।

রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরগুলোতে করোনা সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে সরকার। চংকিং ও গুয়ানজুতে দিন দিন বেড়েই চলছে নতুন সংক্রমণ। বেইজিংয়েও বেড়ে চলছে করোনার তাণ্ডব। রাজধানী শহরে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৬ ভাগ। শনিবার বেইজিংয়ে করোনায় শনাক্ত হন ২ হাজার ৫৯৫ জন। অন্যদিকে রোববার শনাক্ত হন ৪ হাজার ৩০৭ জন।

দক্ষিণাঞ্চলের শহর চংকিংয়ে বসবাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ। এ শহরটিতেও শনিবারের তুলনায় রোববার শনাক্তের হার বেড়েছে ১৫ ভাগ। তবে গুয়ানজুতে অল্প কমেছে শনাক্তের সংখ্যা। ১ কোটি ৯ লাখ মানুষের শহরটিতে শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪১৯ জন। সেখানে রোববার শনাক্ত হন ৭ হাজার ৪১২ জন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(205 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]