
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ। গেল ২০ নভেম্বর শুরু হয় এই উৎসব। এখানে ঢালিউড ও টলিউডের একাধিক সিনেমা প্রদর্শিত হয়।
উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশি চার সিনেমা। এর মধ্যে আছে চঞ্চল চৌধুরীর ‘পাপ পূণ্য’ আর জয়া আহসানের ‘নকশি কাঁথার জমিন’। এ উপলক্ষে তারা এখন অবস্থান করছেন সেখানে।
অন্যদিকে উৎসবে প্রদর্শিত হয়েছে টলিউডের অরিন্দম শীল পরিচালিত ছবি ‘মহানন্দা’ সিনেমা। ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরাও সেখানে উপস্থিত ছিলেন।
এই সূত্রে দুই বাংলার শিল্পীদের দেখা হয়ে যায়। মেতে ওঠেন আড্ডায়। সেই আড্ডায় জনপ্রিয় সিনেমা ‘মনপুরা’র ‘নিথুয়া পাথারে…’ শিরোনামের গানটি গেয়ে শোনান চঞ্চল। গানের তালে তালে বাজনা বাজান বিক্রম ঘোষ। জয়াসহ অন্যরা গানের সঙ্গে সুর মেলান।
অরিন্দম শীল সেই আড্ডা-গানের ভিডিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, দুই বাংলার একসঙ্গে গানে আনন্দ।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin