
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বদরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বদরুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বদরুল আলমকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া পথচারী মেহেদী হাসান বলেন, নিহত বদরুল আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঐ এলাকার আব্দুর সবুরের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বদরুলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। বিষয়টির রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin