
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ খেলার সু্যোগ না পেলেও ফুটবলের উন্মাদনা নজর কেড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। গতকাল বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড পেইজে ভিডিও পোস্ট করে ফিফা। এবার ব্রাজিল সমর্থকদের উন্মাদনাও বিশ্বকে জানাতে ভুলেনি সংস্থাটি।
সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রাতে বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিজেদের পেইজে পোস্ট করে ফিফা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। শেষমুহূর্তে জয়সূচক গোলটি আসে কাসেমিরোর পা থেকে। জয়ে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকরা। তাদের এই উল্লাসের মুহূর্ত ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে ২টি ছবি সংযুক্ত করে একটি পোস্ট করে।
যার ক্যাপশনে লিখা হয়েছে, এই ছবিগুলো ব্রাজিলের নয়; ঢাকা, বাংলাদেশের। ব্রাজিল জাতীয় দলের জন্য তাদের কি দারুণ আয়োজন।
ছবি দুটি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের।
ফিফার টুইটার পোস্টটি দেখতে ক্লিক করুন
Posted ৩:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin