
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিশ্বকাপে ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলের। দিন দিন তাদের এই তালিকা লম্বা হচ্ছে। প্রথম ম্যাচে ছিটকে গেছেন নেইমার জুনিয়র ও দানিলো। এবার চোট পেয়ে অনিশ্চিত আলেক্স সান্দ্রো। জানা গেছে তিনি খেলতে পারবেন না ক্যামেরুনের বিপক্ষে।
ব্রাজিলের লেফট-ব্যাকে সান্দ্রো দারুণ পারফরম্যান্সে নজর কাড়লেন সবার। সার্বিয়ার পর সুইজারল্যান্ডের বিপক্ষেও ধাপিয়ে বেড়িয়েছেন পুরো ম্যাচে। ফর্মে থাকা এই লেফট-ব্যাককে পরের ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা। আজ সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, কোমরের নিচে চোট পেয়েছেন সান্দ্রো। টেস্ট করাতে হবে তাকে। খেলতে পারবেন না ক্যামেরুনের বিপক্ষে।
সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচের ৮৬তম মিনিটে অস্বস্তি অনুভব করেন সান্দ্রো। পরে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় আলেক্স তেল্লেসকে।
সান্দ্রো না খেললে তেল্লেসই থাকবেন ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin