
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সার বিক্রিতে অনিয়মের দায়ে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়াবুড়ি বাজারে ভ্র্যামমাণ আদালত পরিচালনার সময় সরকারের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করে সার বিক্রি, গ্রাহককে বিক্রির রসিদ প্রদান না করায় বিসিআইসির ওই ডিলারকে আটক করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় বুড়াবুড়ি বাজারে বিসিআইসির ডিলার মেসার্স রুম্পা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ সময় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৩:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin