
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দিনের শুরুতে আল্লাহর প্রশংসার দ্বারা তার রহমত আশা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। কিতাবুল আজকার’-এ দিনের শুরুতে সূর্য ওঠার সময় পড়ার একটি দোয়া উল্লেখ করা হয়েছে। যা তুলে ধরা হলো-
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালানা হাজাল ইয়ামা ওয়া আক্বালানা ফিহি আ’ছারাতিনা।’
অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য; যিনি আমাদেরকে এ দিন দান করেছেন এবং আজ আমাদেরকে ক্ষমা করেছেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিনের শুরুতে তাঁর প্রশংসা ও শোকরিয়া আদায় করার তাওফিক দান করুন।
Posted ৩:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin