
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। এর আগে সোমবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, সোমবার রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারী পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ১৩ ঘণ্টা পর পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
সামিন টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, আমাদের লোকজন যখন টের পেয়েছে তখন বাজে রাত ১২টা। এ সময় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে সাড়ে তিনশ থেকে চারশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। তবে পূর্ণাঙ্গ হিসাব করলে বাড়তে পারে ক্ষতির পরিমাণ।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin