
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিয়ের আসরে বর, বউ। ঘড়ির কাঁটায় সময় ৯টায় ঠেকেছে। একে অন্যের গলায় মালা পরিয়ে দেন তারা। এরপর রাত ১১টা নাগাদ সাত পাকে বাঁধা পড়েন অগ্নিকে সাক্ষী রেখে। এরপর ১২টা ৯ মিনিটে সিঁদুর দানের মাধ্যমে সম্পন্ন হয় বিয়েও। কিন্তু এরপর ঘড়ির কাঁটা ১২টা ২০ ছুঁতেই ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা! বিবাহ বিচ্ছেদ! হ্যাঁ, বিয়ের ১১ মিনিটের মধ্যেই হয়ে গেল ডিভোর্স।
বলা হয়ে থাকে- বিয়ে মানেই সাত জন্মের বন্ধন। কিন্তু বর্তমান সময় নানা কারণে বিয়ে টেকে না। দূরত্ব আসে, যে যার মতো জীবন বেছে নেন। তাই বলে বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স! এমনটা এতদিন না শুনলেও এবার শুনবেন এবং দেখবেনও।
আসলে কাহিনী কী? কাহিনী হলো- ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স একটি হিন্দি ধারাবাহিক। কালার্স টিভিতে এটি আসছে।
‘অগ্নিসাক্ষী এক সমঝোতা’ নামক নতুন ধারাবাহিক আসছে কালার্স টিভিতে। আর সেই ধারাবাহিকের প্রোমোই ক’দিন আগে কালার্স টিভির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে বিয়ের মাত্র ১১ মিনিটের মধ্যেই নববধূর হাতে তার স্বামী ডিভোর্স পেপার ধরিয়ে দেন।
এরই মধ্যে প্রোমো নিয়ে চলছে ট্রোল, হাসি-মজা। কেউ কেউ অবশ্য এটি নিয়ে আপত্তি তুলে বলছেন, এটি সংসারে নেতিবাচক প্রভাব ফেলবে।
Posted ২:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin