
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোপালগঞ্জে বইছে উৎসবের হাওয়া।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সম্মেলন শুরু হবে।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। এরইমধ্যে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। সবাই প্রতীক্ষায় আছেন কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ডজন খানিকের বেশি নেতা।
তবে ত্যাগী, দুঃসময়ের কান্ডারি আর কর্মীবান্ধবদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি কর্মীদের।
সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দলের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাও অংশ নিবেন এই সম্মেলনে।
২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও করোনা মহামারির কারণে সম্মেলন পিছিয়ে যায়। পরিবেশ স্বাভাবিক হওয়ায় ২ বছর পর ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin