
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
আমরা বুঝে না বুঝে বলে দেই ‘অবুঝ প্রাণী’। ঘোড়াকে দেখেও আপনাকে হয়তো তাই মনে হবে। ঘোড়াও মানুষকে বুঝতে পারে এবং সে কি চায় সেটাও সে মানুষকে জানাতে পারে- বিজ্ঞানীরা এমনটাই জানাচ্ছে।
শুধু তাই না, পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। অর্থাৎ তারা মানুষকে বুঝতে পারে এবং তারা কি বলছে সেটাও তারা মানুষকে বোঝাতে চেষ্টা করতে পারে। এই গ্রুপে এখন যোগ দিয়েছে ঘোড়াও।
বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, এই প্রাণীটিও মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে। আর এই কাজটি তারা করে বিভিন্ন প্রতীকের দিকে ইশারা করার মাধ্যমে। এই পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা কয়েকটি ঘোড়াকে প্রশিক্ষণ দিয়েছেন।
এসব ঘোড়াকে বলা হয়েছে তারা যদি গায়ে কম্বল জড়াতে চায় তাহলে তাদের মুখে পড়ানো ঠুলি দিয়ে একটি বোর্ড স্পর্শ করে দেখায়। কোনো জিনিসের দিকে ইঙ্গিত করার মাধ্যমে আরো যেসব প্রাণী মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে তাদের মধ্যে রয়েছে গরিলা, শিম্পাঞ্জি ও বানর জাতীয় প্রাণী এবং ডলফিন।
নরওয়ের পশুরোগ বিষয়ক একটি ইন্সটিটিউটের বিজ্ঞানী ড. সেসিলি মেডেল এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলছেন, এই গবেষণায় ঘোড়ার কাছে কীভাবে জানতে চাওয়া যায় যে সে কম্বল পড়তে চায় কীনা – তার একটি উপায় খুঁজে বের করা।
সূত্র: বিবিসি
Posted ৭:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin