
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
সমীকরণ ছিল পরিষ্কার। কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে হলে পর্তুগালের বিপক্ষে জয় পেতে হবে দক্ষিণ কোরিয়াকে। অবশ্য অন্য ম্যাচে হারতে হবে ঘানাকে।
আফ্রিকার দেশটি হেরেছে, অন্যদিকে জয় পেলেও তা যথেষ্ট ছিল না উরুগুয়ের জন্য। এ অবস্থায় অতিরিক্ত সময়ের গোলে কাতার বিশ্বকাপের নক আউটে উত্তীর্ণ হয়েছে দক্ষিণ কোরিয়া।
এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে উঠেছে পর্তুগাল। চার পয়েন্ট পাওয়া কোরিয়ানরা হয়েছে গ্রুপ রানার্স আপ।
ঘানাকে হারিয়ে ৪ পয়েন্ট পেলেও নক আউটে উঠতে পারেনি উরুগুয়ে। গোল ব্যবধান সমান থাকলেও গোল দেওয়ার সমীকরণে পিছিয়ে থেকে বাদ পড়েছে তারা। যেখানে সঙ্গী হিসেবে ঘানাকে পেয়েছে তারা।
ম্যাচে ৫১ শতাংশ সময় বলের দখল রেখে ১১টি শট নেয় পর্তুগাল, যার মাঝে পাঁচটি ছিল লক্ষ্যে। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রাও পাঁচটি শট লক্ষ্যে রাখে, যেখানে গোলের জন্য মোট ১২টি শট নেয় তারা। এশিয়ার দেশটির কাছে বলের দখল ছিল ৩৩ শতাংশ সময়।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin