
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ভারতের কলকাতার আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতিশ্রুত টাকা না দেয়া এবং ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে বুধবার (৩০ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। ৩৫ বছর বয়সী এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক আনন্দবাজার পত্রিকা।
অভিযোগে বলা হয়, মার্কিস স্ট্রিট এলাকার একটি হোটেলে ওই নারীকে ডেকে পাঠানো হয়। তিনি স্বেচ্ছায় ওই তিন বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাকে বিনিময়ে টাকা দেয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিযুক্তরা।
ওই নারী জানিয়েছেন, শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাকে প্রাপ্য টাকা দেয়া হয়নি। উল্টো দুর্ব্যবহার করে হোটেল থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা। নিরুপায় হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগও করেছেন তিনি।
এরপরই সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায় নিউ মার্কেট থানার পুলিশ। এ সময় পঁয়ত্রিশোর্ধ্ব তিন বাংলাদেশিকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে।
Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin