
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে রাস্তায় ওপর থেকে রমজান আলী (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জাতীয় পরিচয়পত্রের তথ্যমতে, নিহত যুবকের নাম রমজান আলী (৩০)। তিনি চট্টগ্রামের আমবাগান পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে। তিনি চট্রগ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গুইমারা থানার ওসি মো. রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোর ৪টার দিকে গলাকাটা ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি লাশের প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin