
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপে এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম দুই ম্যাচে জয়ে ছয় পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। আজ জিতে পয়েন্ট টেবিলে অবস্থান আরো পাকাপোক্ত করে গ্রুপ পর্ব শেষ করতে চায় পর্তুগিজরা।
অন্যদিকে দক্ষিণ কোরিয়াও আসরের শুরুতে চমক দেখিয়েছে। তবে ঘানার কাছে হেরেই শেষ হয়ে গেছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। তবে শেষ ভালো যার সব ভালো তার প্রবাদকে সঙ্গী করেই আসর শেষ করতে চায় এশিয়ার দলটি।
কোরিয়ানদের নিয়ে সতর্ক পর্তুগাল। গতকাল দলের তারকা ফুটবলার পেপে বললেন, বিশ্বকাপ ট্রফি জয় করার স্বপ্ন সবারই থাকে। আমাদেরও আছে। আমরা এ লক্ষ্যেই তো ছুটে চলেছি। জয়ের জন্যই আমরা মাঠে নামব।
অবশ্য সন হিয়াঙ মিনদের দক্ষিণ কোরিয়ার শক্তি-সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখেই মাঠে নামবেন রোনালদোরা। দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছে। ২০০২ সালের বিশ্বকাপে। সেবার ডি গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। প্রতিশোধ নেয়ার দারুণ একটা সুযোগ।
প্রতিপক্ষ নিয়ে বেশ গবেষণা করেছে পর্তুগাল। পেপে আরো বলেন, আমরা জানি, দক্ষিণ কোরিয়া দলে সন হিয়াঙ মিনের মতো ভালো মানের ফুটবলার আছে। যারা খুব দ্রুত আক্রমণে যেতে পারে। আবার দলবদ্ধভাবে দারুণ একটা দল তারা। তাদের সবদিক বিবেচনায় আছে আমাদের।
Posted ৫:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin