
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বিদ্যুৎ ও জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে রুটিন মেনে লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে সেই সময়সূচি আগেই জানিয়ে দেওয়া হয়।
গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় কয়েকদফা লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে।
সূচি অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত লোডশেডিং কার্যক্রম শুরু হয়েছে। চলবে বুধবার রাত ১২টা পর্যন্ত।
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ওয়েবাসাইটে লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ দেশের কোথায় কখন লোডশেডিং হবে তা নিচের লিংকে ক্লিক করে দেখে নিন-
Posted ৩:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin