শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোরিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

কোরিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেননি সিআর সেভেন। সেলেকাওদের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায়, কোরিয়ার বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

কাতার বিশ্বকাপে দলগুলোর বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা। সে তালিকায় এবার যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন করেননি পর্তুগিজ তালিসম্যান। সংশয় আছে তার খেলা নিয়েও। তবে দলের রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত হয়ে যাওয়ায়, হয়তো রোনালদোকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ ফার্নান্দো সান্তোস।

পর্তুগালের কাছে দক্ষিণ কোরিয়া অচেনা প্রতিপক্ষ। দুই দশক পর বিশ্বকাপ মঞ্চে তারা মুখোমুখি হচ্ছে এশিয়ার জায়ান্টদের। ঘরের মাঠে হওয়া আসরে সেলেকাওদের হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল কোরিয়া।

এবারো সেই স্বপ্ন নিয়েই মাঠে নামবে সন হিউন মিনরা। সেটা যে অসম্ভব কিছু না, তা এরই মধ্যে দেখিয়েছে জাপান। ইউরোপের দুই হেভিওয়েটকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রেখেছে নকআউটে।

যদিও দক্ষিণ কোরিয়ার সমীকরণ অতটা সহজ না। নক আউটে যেতে শুধু পর্তুগিজদের হারালেই চলবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকেও। আলোচনার বাইরে থাকা দলগুলো এবারের আসরে দিয়ে যাচ্ছে একের পর এক চমক। তাই দক্ষিণ কোরিয়াকে নিয়েও সতর্ক পর্তুগাল।

ব্রাজিল-ফ্রান্সের মতো পর্তুগাল দলেও আছে ইনজুরি সমস্যা। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নুনো মেন্ডেস ও দানিলো। সংশয় আছে ওতাভিওকে নিয়েও। একাদশে দেখা যেতে পারে দিয়েগো দালো, পালিনিয়া ও রামোসকে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]