শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

রাতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া

কাতার বিশ্বকাপে এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম দুই ম্যাচে জয়ে ছয় পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। আজ জিতে পয়েন্ট টেবিলে অবস্থান আরো পাকাপোক্ত করে গ্রুপ পর্ব শেষ করতে চায় পর্তুগিজরা।

অন্যদিকে দক্ষিণ কোরিয়াও আসরের শুরুতে চমক দেখিয়েছে। তবে ঘানার কাছে হেরেই শেষ হয়ে গেছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। তবে শেষ ভালো যার সব ভালো তার প্রবাদকে সঙ্গী করেই আসর শেষ করতে চায় এশিয়ার দলটি।

কোরিয়ানদের নিয়ে সতর্ক পর্তুগাল। গতকাল দলের তারকা ফুটবলার পেপে বললেন, বিশ্বকাপ ট্রফি জয় করার স্বপ্ন সবারই থাকে। আমাদেরও আছে। আমরা এ লক্ষ্যেই তো ছুটে চলেছি। জয়ের জন্যই আমরা মাঠে নামব।

অবশ্য সন হিয়াঙ মিনদের দক্ষিণ কোরিয়ার শক্তি-সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখেই মাঠে নামবেন রোনালদোরা। দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছে। ২০০২ সালের বিশ্বকাপে। সেবার ডি গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। প্রতিশোধ নেয়ার দারুণ একটা সুযোগ।

প্রতিপক্ষ নিয়ে বেশ গবেষণা করেছে পর্তুগাল। পেপে আরো বলেন, আমরা জানি, দক্ষিণ কোরিয়া দলে সন হিয়াঙ মিনের মতো ভালো মানের ফুটবলার আছে। যারা খুব দ্রুত আক্রমণে যেতে পারে। আবার দলবদ্ধভাবে দারুণ একটা দল তারা। তাদের সবদিক বিবেচনায় আছে আমাদের।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]