
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
মাদারীপুরের শিবচরে মাটিকাটার ভেকু মেশিন চাপা পড়ে খলিল বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিরুয়ালইল নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল ওই এলাকার কুদ্দুস বেপারীর ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ চলছিলেন শ্রমিকরা। ঐ সময় স্থানীয় লোকজনের সঙ্গে মাটি খনন কাজ দেখতে ছিলেন খলিল। এ সময় খলিল পা পিছলে ভেকুর পেছনে পড়ে যান খলিল। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আমাদের আইসি ওখানে গেছে। তিনি এলে জানতে পারব। খোঁজ-খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
Posted ২:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin