শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দারুণ লড়াইয়ের সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচে প্রথমার্ধে দুই দল সমানে সমান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

দারুণ লড়াইয়ের সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচে প্রথমার্ধে দুই দল সমানে সমান

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সার্বিয়া ও সুইজারল্যান্ড। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-২ ব্যবধানে সমান পর্যায়ে থেকে বিরতিতে গেছে দুই দল।

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড তথা রাউন্ড অব সিক্সটিনের ১৫টি দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি থাকা একটি জায়গার জন্য লড়াই করতে আজ নেমেছে ক্যামেরুন, সার্বিয়া ও সুইজারল্যান্ড।

এই তিন দলের মধ্যে সুইজারল্যান্ডের কাজটা কিছুটা হলেও সহজ। কারণ, সার্বিয়ার বিপক্ষে ড্র করলে আর ক্যামেরুন জয়বঞ্চিত হলেই সুইসরা চলে যাবে নকআউট রাউন্ডে।

তবে সার্বিয়ার জন্য কাজটা কঠিনই বলা চলে। পরের রাউন্ডে যেতে হলে তাদের জয় পেতেই হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচকে ছাপিয়ে গিয়েছে দুই দলের অতীত রাজনৈতিক ইতিহাস। তাই মাঠের খেলার বাইরেও নজর থাকবে দুই দলের খেলোয়াড়দের ওপর।

এ পরিস্থিতিতে ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়াই করতে থাকে সার্বিয়া ও সুইজারল্যান্ড। প্রথমার্ধে সার্বিয়ার দখলে ৪৪ ও সুইজারল্যান্ডের দখলে ৪৫ শতাংশ সময় বল ছিল। অর্থাৎ কেউই যেন কাউকে ছাড় দিতে চায়নি।

গোলের জন্য ছয়টি বড় শট নেয় সার্বিয়া, যেখানে তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইজারল্যান্ডের খেলোয়াড়রা গোলের জন্য ৯টি শট নেন। এর মাঝে পাঁচটি শট অন টার্গেট ছিল।

২০ মিনিটে জার্দান শাকিরির গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তবে এই লিড বেশিক্ষণ থাকেনি। ছয় মিনিট পরই ম্যাচে সমতা ফেরান আলেক্সান্ডার মিত্রোভিচ। ম্যাচের ৩৫ মিনিটে সার্বিয়াকে লিড এনে দেন ডুসান ভ্লাহোভিচ।

তবে সুইজারল্যান্ডও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই যেন ম্যাচের ৪৪ তম মিনিটে গোল করে ব্রিল এমবোলো বুঝিয়ে দেন, ম্যাচের হাল ছাড়বেন না তারা। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানেই শেষ হয়েছে প্রথমার্ধ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]