
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার পর নেইমারকে নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকে তো ভেবেই বসেছিলেন, নেইমারের বিশ্বকাপই না শেষ!তবে সব গুঞ্জন ও শঙ্কা ঊড়িয়ে দিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন নেইমার। জাতীয় দলের অনুশীলনে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
সমর্থকদের ভরসা দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করেন নেইমার।
ছবির ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে এখন ফিরতে পারব’।
এ ছাড়াও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করে।
সেই ভিডিওতে দেখা গেছে, বেশ সাবলীলভাবেই ছুটছেন এই তারকা। এই ভিডিও ও নেইমারের নিজের আইডির পোস্ট দেখে ব্রাজিলিয়নরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। সামনেই যে প্রি-কোয়ার্টারের গুরুত্বপূর্ণ ম্যাচ।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় বিশ্বকাপের শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না তা অবশ্য ব্রাজিল দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আশা জাগাচ্ছে তার অনুশীলনের ভিডিও।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটে গ্রুপ পর্বে আর মাঠেই নামতে পারেননি তিনি। নেইমার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন, এমন একটা আলোচনাও ছিল ফুটবল মহলে। তবে নেইমারের অনুশীলনে ফেরা কিছুটা হলেও সেই শঙ্কা দূর করলো
Posted ৮:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin