বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনা পাড়ের মাটি কাটায় ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

মেঘনা পাড়ের মাটি কাটায় ৪ জনকে জরিমানা

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিম পাড়ের মাটি কাটার সময় চারজনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাতে চাঁদপুর নৌ থানায় আটক ব্যাক্তিদের জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ। অভিযানে চাঁদপুর নৌ থানা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।

আটককৃতরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা এলাকার মো. জামাল সরদার, বড়গুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ এলাকার ওয়ারেছ আলী শিকদার, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লাচ্চু খাল এলাকার ইয়াছিন ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আসাইল এলাকার রুবেল শেখ।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।

তিনি বলেন, নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে, এমন খবরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল ইব্রাহীমপুর ইউনিয়নের আলুপাড়া নামক স্থানে নদী তীরে মাটি কাটা অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর নৌ থানার এসআই বেলাল বলেন, থানার এসআই মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা স্পীডবোট নিয়ে প্রশাসনের সঙ্গে অভিযানে সহযোগিতা করেন। আটককৃতদের জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]