
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আবু নাঈম নামে এক হাফেজ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসচালকসহ আরো পাঁচজন।
সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ আবু নাঈম বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সুন্দরম গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, সিলেটমুখী যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লামুখী অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আবু নাইমসহ দুই পরিবহনের ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে আবু নাঈমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, মরদেহ থানায় রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় আনা হয়েছে। বাসেচালকসহ আহত আরো পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Posted ৭:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin