
মোঃ হাফিজ ,পেকুয়া প্রতিনিধি: | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কক্সবাজার জেলার পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর হায়দার মহোদয়ের দিক নির্দেশনায় এসআই হেশাম উদ্দীন মোঃ জোনাইদ এর নের্তৃত্বে এএসআই জসিম উদ্দিন, এএসআই আব্দুর রব, এএসআই নাসির উদ্দিন, এএসআই আব্দুল কাদের’সহ পেকুয়া থানার একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পেকুয়া থানার মামলা নং-৬, তারিখ-২৯/১১/২০২২ খ্রি. ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/২০৩৩ এর ১০ তৎসহ ৩৪১/৩২৩ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। রেজাউল করিম(৩০), পিতা- হোছন আহমদ, সাং- সবজীবন পাড়া, ৬নং ওয়ার্ড, ইউনিয়ন- বারবাকিয়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, জিআর মামলা নং-১০১/১২ এর আসামী ২। অহিদু(৩২), পিতা-আবু বক্কর, সাং- উত্তর মেহেরনামা, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, বন মামলা নং-১২২/২১ এর আসামী ৩। মোঃ আবদুর রহিম(৩২), পিতা- মোক্তার আহাম্মদ, সাং- লাইনের শিরা, ধনিয়াকাটা, পূর্ব পাড়া, ইউনিয়ন- টৈটং, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, সিআর মামলা নং-৩৭৮/২১ এর আসামী ৪। আবদুল কাদের, পিতা- মোঃ আবু তাহের, সাং- নতুনঘোনা, পেকুয়ার চর, ০৫ নং ওয়ার্ড, ইউনিয়ন- উজানটিয়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, সিআর মামলা নং-৬৫৩/২২ এর আসামী ৫। হেলাল উদ্দিন, পিতা- মরহুম কাশেম আলী, সাং- মিয়া পাড়া, ইউনিয়ন- পেুকয়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, সিআর মামলা নং-১১৩৩/২০ এর আসামী ৬। মোঃ কাইছার, পিতা- মরহুম আশরাফ আলী, সাং- উজানটিয়া, ওয়ার্ড নং- ০৬, ইউনিয়ন- উজানটিয়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, বাংলাদেশ’গণকে গ্রেফতার পূর্বক যথা নিয়মে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৫:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin