বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনা হারবে সেমিতে, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

আর্জেন্টিনা হারবে সেমিতে, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে চলছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এরই মধ্যে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডসের মতো দল। ফেবারিটদের মধ্যে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করার পথে অপেক্ষায় আছে ব্রাজিল।

আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। এর আগে স্কাই নিউজ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে জানিয়েছে, এবারের বিশ্বকাপ জিতে হেক্সা মিশন সম্পূর্ণ করবে সেলেসাওরা।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা দেখাতে গিয়ে এমন তথ্য জানিয়েছে। যেখানে তারা দলের র‌্যাঙ্কিং, আগের জয়-পরাজয়ের পরিসংখ্যান, দলের শক্তি, বিপক্ষ দলের দুর্বলতা ইত্যাদি বিষয় বিশ্লেষণের মাধ্যমে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের তালিকা প্রকাশ করে।

বিশ্বকাপের ২২তম আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও ইংল্যান্ড শেষ আট নিশ্চিত করেছে। এখনো অপেক্ষায় আছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, স্পেন-মরক্কো ও পর্তুগাল-সুইজারল্যান্ড।

স্কাই নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেবে ইংল্যান্ড। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেবে স্পেনের বিপক্ষে হেরে। সেমিফাইনাল খেলবে ফ্রান্স ও স্পেন।

সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেবে স্পেন। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে ফ্রান্স। অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠবে আর্জেন্টিনা। আর ব্রাজিল শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া ও কোয়ার্টারে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেবে।

সেখানে দুই লাতিন পরাশক্তির লড়াইয়ে জয় পাবে ব্রাজিল। এরপর ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্সের। শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে হেক্সা মিশন অর্থাৎ ষষ্ঠ শিরোপা জিতে নেবে ব্রাজিল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]