
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপই হতে পারে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে সব কিছু করতে রাজি সিআর সেভেন। এরই মধ্যে দলকে তুলেছেন শেষ ষোলোতে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
অন্যদিকে নিজেদের রাঙিয়ে তুলতে প্রস্তুত সুইসরাও। তারাও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে প্রি-কোয়ার্টারে উঠে এসেছে। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। সেই লক্ষ্যেই নামবেন বলে জানিয়ে রাখলেন জারদান শাকিরিদের কোচও।
এমন মহারণের আগে দুই দলের অতীত পারফরম্যান্স একবার দেখে নেয়া যাক। এ নিয়ে পর্তুগাল-সুইজারল্যান্ড ফুটবলীয় লড়াইয়ে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। ৯ বার জয় পেয়েছে পর্তুগিজরা।
বাকি ৫ ম্যাচে রেজাল্ট নিজেদের দিকে টানতে পারেনি কোবো দলই। দুই দল শেষবার মুখোমুখি হয়েছে গত জুনে। উয়েফা নেশন্স লিগের সেই লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। সেই ম্যাচে সুইসদের পক্ষে গোলটা করেন হারিস সেফেরোভিচ।
পরিসংখ্যান দিয়ে অবশ্য আজকের ম্যাচের ফেবারিট নির্ধারণ করা কঠিন। কারণ, এই ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেললে রোনালদোকে থামানো সুইসদের পক্ষে কঠিনই হবে। আগের ম্যাচে মাঝপথে তুলে নেয়ায় এমনিতেই তেঁতে আছেন পর্তুগিজদের সেরা তারকা।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin