শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার স্পেন বাধা পার হতে চায় মরক্কো, সতর্ক এনরিকে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

এবার স্পেন বাধা পার হতে চায় মরক্কো, সতর্ক এনরিকে

অগ্নিপরীক্ষায় নামছে স্পেন। কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। গ্রুপ পর্বের ব্যর্থতা ঘোচাতে একাদশে একাধিক পরিবর্তন আনার লক্ষ্য এনরিকের। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য মরক্কোর। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায়।

এ যেন রোলার কোস্টার। কখনো উত্থান। আবার ছন্দপতন স্পেনের। রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা ঘোচানোর মিশন নিয়ে কাতারে এসেছিল লা রোজারা। প্রথম ম্যাচেই নিজেদের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় স্পেন। কোস্টারিকার বিপক্ষে ৭ গোলের উৎসবের পরই জার্মানির ম্যাচে ড্র। গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার জায়ান্ট জাপানের দূরন্ত যাত্রায় কাটা পড়ে স্পেন। অঘটনের শিকার হয়ে কোনো রকমে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে এনরিকের দল।

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে হারাতে হবে মরক্কোকে। এবারের বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ তকমা এরই মধ্যে পেয়েছে মরক্কো। তাদের হারানো কতটা কঠিন তা ভালোই জানেন এনরিক। ম্যাচের ভেনু এডুকেশন সিটি স্টেডিয়াম। যেখানে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগাল এবং তিউনিসিয়ার কাছে অঘটনের শিকার হয়েছিল ফ্রান্স। এবার কি তাহলে স্পেনের ভাগ্যেও আছে এ দুই ফেবারিটের পরিণতি?

 

বিশ্বকাপ শেষেই স্পেনের দায়িত্ব ছাড়বেন এনরিকে। দলকে সাফল্য উপহার দিতে মরিয়া কোচ। সতর্ক হয়ে মরক্কো বধে মাঠে নামার লক্ষ্য তার। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে খেলার পরিকল্পনা সাজিয়েছেন স্পেনের কোচ। কাফ ইনজুরিতে পড়ে জাপান ম্যাচে পুরো সময় খেলতে পারেননি অ্যাজপিলিকুয়েতা। এ ম্যাচে ফিরবেন তিনি। ফিরছেন ফেরান তোরেসও।

গত ম্যাচে গোল পোস্টের নিচে ছোটখাটো কিছু ভুল করেছিলেন গোলরক্ষক উনাই সিমন। তারপরেও তার কাঁধেই ভরসা রাখছেন কোচ এনরিক।

মরক্কো এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। তাদের আগুনে পুড়ে ছাই হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবং কানাডা। ছাড় পায়নি রানার্সআপ ক্রোয়েশিয়া। এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে মরক্কো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে খেলছে তারা।

এর আগে ১৯৮৬ সালে জার্মানির কাছে হেরে আর কোয়ার্টারে উঠা হয়নি। এবার স্পেনকে হারিয়ে সে স্বাদ মেটাতে চায় এটলাস লায়ন্স। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনেই খেলার লক্ষ্য কোচ ওয়ালিদ রেগরাগুয়েইর। মরক্কো-স্পেন দেখা হয়েছিল গেলো বিশ্বকাপেও। সেবার ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। দুদলের তিনবারের দেখায় দুই জয় নিয়ে এগিয়ে আছে স্পেনই।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]