
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সাতৈর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৪২ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
সাতৈর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান জানান, সকালে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন নারী। বয়স আনুমানিক ৪২ বছর।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin