
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে হাতির আক্রমণে কৃষক বণেশ রিচিল (৭৫) নামে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয়রা জানায়, বুধবার (৭ ডিসেম্বর) সীমান্ত এলাকায় ধান পাহারা দিতে গিয়ে বণেশ দেখেন বন্য হাতি ফসল নষ্ট করছে। এ সময় হাতির পাল তাকে ধাওয়া করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান বলেন, খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে টাকাটা দিয়েছি যেন তার সৎকার করতে পারে। এছাড়াও সচেতনতা বাড়াতে পুরো এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি গ্রাম পুলিশের পাহারা জোরদার করা এবং বিজিবিকেও সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সীমান্তের সমস্যা সমাধানে দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হবে।
এর আগে, গত ১৫ নভেম্বর উপজেলা কলমাকান্দার পাঁচগাও সীমান্তে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়।
Posted ৩:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin