
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। প্রায় দিনই জেলার তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
রোববার সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল গত মঙ্গলবার সকাল ৯টার দিকে। ঐদিন তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্।
তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। তবে আরো কমতে পারে তাপমাত্রা।
এদিকে, উত্তরে হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জেলাজুড়ে বইছে উত্তরের হিমেল হাওয়া। ফলে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধরা।
Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin