
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ফ্রান্সের প্যারিসের চ্যাম্পস এলিসিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।
জানা গেছে, সেমি ফাইনালে যাওয়ার বিজয় উদযাপন করছিল তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরো অনেকে তাদের সঙ্গে যোগ দেন।
পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। একপর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
ভিডিওতে দেখা গেছে, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ চলছে। লোকজন দোকানপাট ভাঙচুর করছে। এছাড়া চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ফ্রিডল্যান্ডেও সংঘর্ষ হয়েছে।
Posted ৪:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin